শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ক্যাম্পাসে সর্ব মিত্রের মিম ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
মিম ভিডিওতে সর্ব মিত্র ও অন্য আরেক শিক্ষার্থী
expand
মিম ভিডিওতে সর্ব মিত্র ও অন্য আরেক শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বয়স্ক ব্যক্তিকে উচ্ছেদ নিয়ে বিতর্কের পর ডাকসুর সাবেক নেতা সর্ব মিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

সমালোচনার জবাবে তিনি নিজেই একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এক শিক্ষার্থী অভিযোগ করছেন—একজন বৃদ্ধ তাঁর মোবাইল ফোন নিয়ে গেছেন।

শিক্ষার্থীটি বিচার চাইলে সর্ব মিত্র হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, “শান্ত হও! মুরুব্বী মানুষ যা করছেন, ঠিকই করছেন। সিনিয়র সিটিজেন হিসেবে সম্মান জানাও।”

শিক্ষার্থী প্রতিবাদ জানালে তিনি আরও যোগ করেন, “মুরুব্বী যা করবেন, সেটাই ঠিক।” এরপর তিনি বৃদ্ধকে ফোন নিয়ে চলে যেতে উৎসাহ দেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ব্যাপক আলোচনায় আসে।

অনেকেই ঘটনাটিকে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে অনুপযুক্ত আচরণ বলেও সমালোচনা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন