শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপিকে দেওয়া হলো বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের অপশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম
এনসিপিকে দেওয়া হলো যেসব প্রতীকের অপশন
expand
এনসিপিকে দেওয়া হলো যেসব প্রতীকের অপশন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য আবেদন করলেও তাদের পছন্দ করা শাপলা প্রতীক অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। এর পরিবর্তে ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে দলটিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে। সেখানে বলা হয়েছে— নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এর তালিকায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নিবন্ধিত কোনো দলের সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক সংরক্ষিত থাকবে। তবে দল চাইলে ভবিষ্যতে তালিকাভুক্ত অন্য কোনো প্রতীকে পরিবর্তনের সুযোগ রয়েছে। এনসিপিকে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে একটি প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসি।

প্রতীকগুলোর তালিকায় রয়েছে— আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেলিফোন, ফ্রিজ, তবলা, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, হরিণ, হাঁস, হেলিকপ্টারসহ আরও কয়েকটি প্রতীক।

ইসি সূত্র জানায়, শুরুতে এনসিপি তাদের পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রস্তাব করেছিল। পরে সংশোধন করে শাপলার পরিবর্তে লাল শাপলা বা সাদা শাপলা চেয়েছিল। কিন্তু কমিশনের তালিকায় এসব প্রতীক না থাকায় আবেদন গৃহীত হয়নি।

এ নিয়ে দলটির পক্ষ থেকে শাপলা প্রতীক আদায় করার হুমকি দেওয়া হলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন বলেন, “রাজনৈতিক নেতারা নানা কথা বলেন, এটা তাদের অধিকার। আমরা আইন অনুযায়ী কাজ করব। কোনো হুমকিই আমরা গুরুত্ব দিই না।”

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে মোট ৫৬টি দল নিবন্ধন পেলেও আদালতের নির্দেশ ও শর্ত পূরণে ব্যর্থ হয়ে কয়েকটি দলের নিবন্ধন বাতিল হয়। সম্প্রতি জামায়াতে ইসলামী ও জাগপা আদালতের রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতকে ফিরিয়ে দিয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনসিপিসহ দুইটি দলকে নতুন করে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরও ১৩টি দলের আবেদন পর্যালোচনার মধ্যে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন