

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন— যুক্তরাষ্ট্রে আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যিনি দায়ী, তার সঙ্গে নাকি পরবর্তীতে শেখ হাসিনা ফোনে কথা বলে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “একজন মানুষ কতটা নিচু মনের হলে এমন আচরণ করতে পারে! ১৬ বছর ধরে এমন মানসিকতার একজন যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হন, তবে সেই দেশের প্রতিটি ব্যবস্থা যে ভেতর থেকে নষ্ট হয়ে যাবে—এটাই স্বাভাবিক।”
তিনি আরও উল্লেখ করেন, “যাদের নেত্রী এমন মানসিকতা ধারণ করেন, তাদের মধ্যে আরও বেশি হীনমনোভাব বা ছোটলোকি পাওয়া অস্বাভাবিক নয়।”
সারজিস আলম শেষদিকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন— বাংলাদেশ আজ এমন একজন প্রতিহিংসাপরায়ণ ও সংকীর্ণ মানসিকতার নেতৃত্ব থেকে মুক্তি পেয়েছে।
মন্তব্য করুন
