রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের দিনে গণভোট হলে বড় ধরনের সহিংসতা হতে পারে: জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে বড় ধরনের মানবিক বিপর্যয় বা ব্যাপক সহিংসতার ঝুঁকি তৈরি হতে পারে।

শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামের চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। এর আগে তিনি হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান।

তিনি বলেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এটি রাজনৈতিক দলগুলোকেই নিশ্চিত করতে হবে।

সময়মতো নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যদিও জামায়াত কোনো আনুষ্ঠানিক জোটে যাচ্ছে না, তবুও বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে নির্বাচনী বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা কিছু বলছি না; বর্তমান সময়ের বাস্তবতায় তা সম্ভবও নয়। আমরা এমন কোনো দাবি করছি না যা অযৌক্তিক।

আমার লক্ষ্য জামায়াতের জয় নয়, জনগণের বিজয় নিশ্চিত করা। নির্বাচনের দিনে গণভোট আয়োজন হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।”

জোট বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমরা প্রচলিত অর্থে জোট করছি না; তবে অনেক দলের সঙ্গে সমঝোতা হতে পারে।” দেশের রাজনীতির বর্তমান সময়কে ‘ইতিহাসের মোড়’ উল্লেখ করে তিনি বলেন, বারবার সুযোগ এলেও অনেকেই তা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি; বরং নিজের স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে।

দেশে দূরদৃষ্টি সম্পন্ন, নৈতিক, দেশপ্রেমিক ও সৎ নেতৃত্বের অভাবের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, “২০২৪ সালে যে সুযোগ এসেছে, এবার সেটি পুরোপুরি কাজে লাগাতে চাই। এটি কোনো দলের জন্য নয়—সমগ্র জাতির স্বার্থে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন