মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সম্ভাবনা নেই: ডা. শফিকুল ইসলাম 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম
expand
বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, যারা জুলাই সনদ মানবে না, তাদের জন্য ২৬ সালে নির্বাচন নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে নেতাকর্মীরা থাকবে বলেও জানান তিনি।

সুস্পষ্ট দাবি নিয়েই রাজপথে রয়েছে জামায়াতে ইসলামী এমন মন্তব্য করে তিনি বলেন, আশাকরি সরকার জনগণের ভাষা বুঝেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন