শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিনভর স্কুলের পাঠদান বন্ধ রেখে ভোট চাইলেন দাঁড়িপাল্লার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
দিনভর স্কুলে পাঠদান বন্ধ রেখে ভোট চাইলেন দাঁড়িপাল্লার
expand
দিনভর স্কুলে পাঠদান বন্ধ রেখে ভোট চাইলেন দাঁড়িপাল্লার

সিলেটের ওসমানীনগর উপজেলার একটি সরকারি বিদ্যালয়ে সোমবার (২৭ অক্টোবর) ফ্রি মেডিকেল ক্যাম্পের কারণে দিনের সকল ক্লাস স্থগিত থাকায় সমালোচনার ঝড় উঠেছে। অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে এমন আয়োজন শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা করা হচ্ছে।

ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের উদ্যোগে তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেছে উপজেলা জামায়াতে ইসলামী। ক্যাম্প উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট-২ আসনের সংসদ প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান।

বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর ডা. আব্দুস ছালাম চৌধুরী এবং স্থানীয় জামায়াত নেতারা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা আগেভাগে ক্যাম্পের বিষয়ে কিছুই জানতেন না। শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্প পরিচালনার জন্য শ্রেণিকক্ষ দখল করায়, অনেক শিক্ষার্থী অনুর্দ্দিষ্টভাবে প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছিলেন। শিক্ষার্থীদের দাবি, এই আয়োজনে কয়েকজন নেতাও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে দেখা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ হাসান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি থাকায় ক্যাম্প আয়োজন করা হয়েছিল। আমরা শিক্ষার্থীদের ক্লাসে বিঘ্ন ঘটার জন্য দুঃখ প্রকাশ করি। সমাজসেবামূলক উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তবে শিক্ষার ক্ষতি এড়িয়ে চলা উচিত ছিল।

অভিভাবকরা মনে করেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ। তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প সেবামূলক হলেও ক্লাস বন্ধ রাখা সরকারি নীতির পরিপন্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, শিক্ষার্থীদের ক্লাস চালু রেখে ক্যাম্পের অনুমতি দেয়া হয়েছিল। তবে ক্লাস বন্ধ ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আয়োজন শিক্ষার ক্ষতি না করে এবং প্রশাসনের কঠোর নজরদারিতে পরিচালিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন