শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু পুরোহিত তাপস জামায়াতে যোগ দিলেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে তাপস মোহন চক্রবর্তী নামে এক হিন্দু পুরোহিত আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামের অমুসলিম শাখায় যোগ দিয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ এলাকায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি সদস্য ফরম পূরণ করে যোগদান সম্পন্ন করেন।

তাপস মোহন চক্রবর্তী বলেছেন, তিনি আগে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এখন দেখবেন জামায়াতে ইসলামী দেশের জন্য কীভাবে কাজ করতে পারে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল্লাহ সুফি।

এছাড়া উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ লুৎফর রহমান, দণ্ডপাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।

দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ লুৎফর রহমান জানান, তাপস মোহন চক্রবর্তী কিছুদিন আগে যোগদানের আগ্রহ প্রকাশ করেন এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন