শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: জামায়াত আমীর

নিউইয়র্ক সংবাদদাতা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর
expand
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তিনি বলেন, “মানুষ তার বাসস্থান বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং তার কাছ থেকেও একই সম্মান প্রত্যাশা করি।”

বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে এটি ছিল তার প্রথম কর্মসূচি।

ডা. শফিকুর রহমান বলেন, “ভারত আয়তনে বাংলাদেশের তুলনায় ২৬ গুণ বড় দেশ, সম্পদ ও জনশক্তিতেও অনেক এগিয়ে। আমরা তাদের অবস্থান বিবেচনায় সম্মান করি। তবে আমাদের ছোট ভূখণ্ড ও প্রায় ১৮ কোটি মানুষের অস্তিত্বকেও সম্মান জানাতে হবে। এভাবেই দুই প্রতিবেশী একে অপরের জন্য মর্যাদা বয়ে আনতে পারে।”

বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার বিষয়ে তিনি বলেন, “আমরা মেজরিটি বা মাইনোরিটি ধারণায় বিশ্বাস করি না। এই শব্দগুলোই বিভাজন তৈরি করে। আমাদের প্রয়োজন ঐক্য। গত ৫৪ বছরে আমরা বিভেদের ক্ষতি দেখেছি—এখন সময় এসেছে এক হওয়ার।”

তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে যুগের পর যুগ আমরা একসঙ্গে বসবাস করেছি। যে বিভাজনগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো মুছে দিতে চাই। যদি কেউ কারও সম্পত্তি অন্যায়ভাবে দখল করে থাকে এবং তার প্রমাণ থাকে, তবে সেটি ফেরত দিতে আমরা নীতিগতভাবে একমত।”

যুক্তরাষ্ট্র সফরে দেশটির কোনো শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৃহত্তর স্বার্থে এ বিষয়ে এখনই মন্তব্য করছি না।”

সভায় নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন