

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন (বটিয়াঘাটা–দাকোপ) থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী।
অন্যদিকে বার্ষিক আয়ের হিসাবে শীর্ষে অবস্থান করছেন বিএনপির প্রার্থী আমির এজাজ খান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ১০ প্রার্থীর মধ্যে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২০ কোটি ৬৬ লাখ টাকার বেশি।
এর মধ্যে নগদ অর্থ, ব্যাংক জমা ও ঋণসহ সম্পদের পরিমাণ প্রায় ১৮ কোটি ৫৩ লাখ টাকা। ব্যবসা ও কৃষি খাত থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী আমির এজাজ খানের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা। তবে আয় বিবরণীতে তিনি এগিয়ে রয়েছেন। হলফনামা অনুযায়ী ব্যবসা, কৃষি খাত, এফডিআর এবং মুলধনী লাভ থেকে তার বার্ষিক আয় ১ কোটি ৩০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
এদিকে খুলনা-১ আসনে প্রার্থীদের সম্পদ ও আয়ের তথ্য প্রকাশের পর ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন

