সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত কর্মীর যমজ দুই পুত্র সন্তানের নাম ‘ওসমান-হাদি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
কক্সবাজারে এক জামায়াত কর্মী সদ্যজাত যমজ সন্তান
expand
কক্সবাজারে এক জামায়াত কর্মী সদ্যজাত যমজ সন্তান

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারে এক জামায়াত কর্মী তার সদ্যজাত যমজ সন্তানের নাম রেখেছেন ‘ওসমান’ ও ‘হাদি’। এর মাধ্যমে শহিদ ওসমান হাদির স্মৃতিকে আজীবন নিজের ঘরের ভেতর ধারণ করলেন তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম তার যমজ দুই পুত্র সন্তানের নাম রাখেন শহিদ ওসমান হাদির নামে। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

আমিনুল ইসলাম হাসান বলেন, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই ছেলে সন্তানের বাবা হয়েছেন। শিশুদের নাম রাখার দায়িত্ব আমার ওপর অর্পিত হলে মা-বাবার সম্মতিতে শহিদ ওসমান হাদির স্মরণে তাদের নামকরণ করা হয়।

তিনি জানান, যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে হাসান ওসমান এবং অপরজনের নাম রাখা হয়েছে হোসাইন হাদি। আমিনুল ইসলাম হাসান আরও বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহিদ এক বীরের নামে জহুর আলমের দুই সন্তান সমাজে পরিচিত হবে-এটি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহিদ হাদি শুধু একজন ক্ষণজন্মা মানুষ নন, তিনি একটি ইতিহাস। আমরা তাঁকে কখনো ভুলব না। তাঁর নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারা আমাদের জীবনের বড় গর্ব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X