সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হওয়ার ঘোষণা ইসির 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন
expand
গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর কঠোর হবে। নির্বাচনী পরিবেশ নষ্ট হয় এমন কোনো কার্যক্রম আর বরদাস্ত করা হবে না।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শহীদ ওসমান হাদির ঘটনার শোককে শক্তিতে পরিণত করে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ তৈরি আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ জানান, ভবিষ্যতে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

প্রতিদিনই বিভিন্ন অপরাধে অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই যৌথবাহিনি অভিযান শুরু করবে। যার মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।

এছাড়া ইসি সানাউল্লাহ জানান, বৈঠকে তিন বাহিনীর প্রধান নির্বাচন কমিশনকে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার তা তা করতে তারা প্রস্তুত রয়েছেন।

এদিন দুপুরে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে দুই ঘন্টারও বেশি সময় ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকে করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, ডিজিএফআইয়ের মহাপরিচালক, পুলিশ প্রধান, বিজিবি প্রধান, র‍্যাব প্রধান এবং ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এদিন, দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X