

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের বিএনপির প্রার্থী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেছেন, শত ভাগ আশাবাদী আমি ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে।
যারা নির্বাচনে বিরোধীতা করবে তাদের ব্যাপারে গভমেন্ট সহ জনগণ ব্যবস্থা গ্রহণ করবে এ ব্যাপারে কোন ভুল নাই। এক ধরনের মব সৃষ্টি হচ্ছে, আমরা চেষ্টা করব যাতে এগুলো না হয় । আমাদের দাবি থাকবে গভমেন্টের কাছে এবং বিদেশি এজেন্টেরদের কাছে যারা এদেশে কাজ করছে, যে কোন মূল্যে ফেয়ার নির্বাচন করতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কুষ্টিয়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন না করা পর্যন্ত এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার কোন কিছুই থাকবে না। এরা দখল করে নেবে সব। যত রকমের মানুষ আছে সব মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। তাদের ডেভেলপমেন্ট কার আমার কাছ। আমি যদি নির্বাচিত হই আমার সহকর্মীদের সাথে নিয়ে যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেগুলো করবো।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, খোকস উপজেলা পরিষদের সাসেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন
