সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তাদের ঘোষিত দুই দফা দাবির একটিও এখনো বাস্তবায়িত হয়নি। রোববার (২১ ডিসেম্বর) সংগঠনটি এক ফেসবুক পোস্টে অভিযোগ করে বলে, লাখো মানুষের উপস্থিতি ও জোরালো সমর্থনে উত্থাপিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটিও পূরণ করা হয়নি।

পোস্টে আরও বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে স্পষ্ট ব্যাখ্যা দেননি। পাশাপাশি সিভিল ও সামরিক গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ওই সংস্থাগুলোতে থাকা ‘হাসিনার চরদের’ গ্রেপ্তারও করা হয়নি। বরং অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও গুরুত্বহীন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা কর্তৃক শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে একজন অতিরিক্ত আইজিপিকে মিডিয়ার মুখোমুখি করার মধ্য দিয়ে পুরো ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং প্রশাসনিক পদক্ষেপের ব্যাপারে আশানুরূপ জবাব দিতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের বক্তব্যকে প্রত্যাখানপূর্বক সোমবার( ২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছিল সংগঠনটি। রোববার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টায় সংগঠনটি অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ দাবিগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অব্দি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিতকরে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। রোববারের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X