সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দামে নতুন রেকর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা চতুর্থ দফায় আবারও বেড়েছে সোনার দাম, যা নতুন রেকর্ড তৈরি করেছে। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে আগামীকাল সোমবার থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ ১৮ হাজার ১১৭ টাকায়।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বাড়ায় নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত নতুন দামের হিসাব অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৮ হাজার ২০২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। একইভাবে সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি এখন দাম পড়বে এক লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

এবার রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেট ভরি ৪ হাজার ৩৬২ টাকা এবং ১৮ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতিতে তৈরি রুপার প্রতি ভরি দাম রাখা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X