সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
expand
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

দেশে খুব দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, পরিস্থিতি নিয়ে বার্তা একেবারে স্পষ্ট কোনো ধরনের সন্ত্রাসী বা নাশকতামূলক তৎপরতা সহ্য করা হবে না।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের দাবি, সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

ইসি সানাউল্লাহ বলেন, যারা সহিংসতা, হত্যাকাণ্ড বা নির্বাচনী বিশৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ক্ষেত্রে মানবিকতার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আবেগকে পুঁজি করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে এবং এর পরিণতি ভোগ করতে হবে।

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে আবারও যৌথ বাহিনীর অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। কমিশনের মতে, এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থার মাত্রা আরও বাড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X