সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে 'গ্রামীণ কল্যাণের' উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
'গ্রামীণ কল্যাণের' উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প
expand
'গ্রামীণ কল্যাণের' উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

নরসিংদীতে গ্রামীণ কল্যাণের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিবপুর উপজেলার বংশিরদিয়া গ্রামে গুলেস্তা হাফিজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পটির আয়োজন করে গ্রামীণ কল্যাণ নরসিংদী অঞ্চল ও আয়ূবপুর ইউনিয়ন ফাউন্ডেশন, ঢাকা।

এ সময় ক্যাম্পে ১ হাজার ১০০ জনেরও বেশি রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এ ছাড়া ফ্রি হেলথ ক্যাম্পে আসা রোগীদের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বেসিক ডায়াগনস্টিক সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, আল্ট্রাসনোগ্রাফি ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধা নিশ্চিত করা হয়।

ক্যাম্প সূত্রে আরও জানা যায়, গ্রামীণ কল্যাণের প্রধান কার্যালয় ও নরসিংদী অঞ্চলের অভিজ্ঞ চিকিৎসকরা, সংশ্লিষ্ট ডিএমএফ, ল্যাব টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী এবং আঞ্চলিক অফিসের সহকর্মীদের সম্মিলিত নিরলস প্রচেষ্টায় এই স্বাস্থ্য ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। এছাড়াও আয়ুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন, ঢাকা এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতা এই উদ্যোগকে আরও সফল করে তোলে।

এই ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। রোগীদের মুখে স্বস্তির হাসি গ্রামীণ কল্যাণের মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

এ বিষয়ে গ্রামীণ কল্যাণের বোর্ড অব ডিরেক্টরস আব্দুল হাই খান বলেন, ‘গ্রামীণ কল্যাণ ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X