

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দশ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তার বক্তব্যে তিনি বলেন, বাস্তব গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে পারলে দেশের প্রতিটি নাগরিক নিজের অধিকার রক্ষা করতে সক্ষম হবে। ছাত্রসমাজ ও সাধারণ মানুষের তৈরি পরিবর্তনের সুযোগকে কাজে লাগাতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওই সনদে যুক্ত থাকলেও বিএনপি এবং আরও কিছু রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেনি। তার মতে, সুষম ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল দলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ইসলামের শিক্ষা নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দীর্ঘসময় ধরে একটি স্বৈরশাসক সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করে নষ্ট করেছে। শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি বরাবরই ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে।
দেশের সামাজিক অবস্থা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন এতো মসজিদ-মাদ্রাসা, এতো আলেম-উলামা থাকা সত্ত্বেও সমাজে অন্যায়, দুর্নীতি, প্রতারণা বা অর্থ পাচার বন্ধ হচ্ছে না কেন? একটি সৎ ও নৈতিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে আমরা কোথায় পিছিয়ে পড়ছি?
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনসিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
মন্তব্য করুন
