

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলের শৃঙ্খলা ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কলাবাগান থানাধীন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান ভূইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আদর্শ ও বিধিনিষেধ লঙ্ঘন করে তিনি চাঁদাবাজি, অফিস লুটপাটসহ বিভিন্ন অসদাচরণে সম্পৃক্ত ছিলেন—এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন যৌথভাবে স্বাক্ষরিত সিদ্ধান্তে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে মো: সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) ঢাকা মহানগর দক্ষিণ, বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে রাজধানীর কলাবাগান থানাধীন ফেয়ারদিয়া বিল্ডিংয়ে অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘নূরতাজ ডটকম’-এর অফিসে ভয়াবহ লুটপাট ও চাঁদাবাজির ঘটে। ওই ঘটনার বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার পরিবর্তে উল্টো হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখ।
তিনি জানান, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল মান্নান ভূঁইয়া এবং বিল্ডিংয়ের মালিক ইসমাইল হোসেনের যোগসাজশে চাঁদা না দেওয়ায় তাদের অফিসে হামলা, হুমকি দেওয়া হয় প্রতিষ্ঠানটির কর্মীদের এবং অফিসের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নেয়া হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর ২০২৪ তারিখে কলাবাগান থানায় একটি লিখিত অভিযোগ করেন ‘নূরতাজ ডটকম’-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখ।
এই ঘটনার পর আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন সাংবাদিক জুলকার নাঈন সায়েরও। নিজের এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী অন্য আরেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ক্যাশ ড্রয়ার থেকে ২০ হাজার টাকা লুট করে। বর্তমানে তিনি প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন।
এ অবস্থায় নূরতাজ ডটকমের মালিক চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বিএনপির শৃঙ্খলা রক্ষায় সংগঠনের মহানগর দক্ষিণের আহ্বায়ক বরাবর অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করেন। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্তব্য করুন
