

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌরসভার পাটবাজার এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন না পাওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ জানান, সংঘর্ষ চলাকালে ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদ (৩০) অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবিদ ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য।
সংঘর্ষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকটি কার্যালয়ে ভাঙচুর ও আগুন ধরানোর ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। তবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। “তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে,”— জানান তিনি।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে গৌরীপুর সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশ হওয়ার কথা ছিল।
এ সভার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।
অন্যদিকে একই দিনে মহিলা দলের আয়োজনেও ছিল আলাদা অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি ছিলেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। দুটি কর্মসূচিকে ঘিরেই এলাকায় উত্তেজনা চলছিল।
পরে সংঘর্ষের পর ভাঙা মঞ্চে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
অন্যদিকে স্থানীয় একটি হোটেলে পাল্টা সংবাদ সম্মেলন করেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনপন্থি নেতারা।
মন্তব্য করুন
