

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমরা এমন একটি জাতীয় সংসদ গড়তে চাই, যা হবে সত্যিকারের জনগণের প্রতিনিধি— ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ থেকে মুক্ত, এবং বাংলাদেশকেন্দ্রিক নীতিতে পরিচালিত।”
রবিবার (৯ নভেম্বর) রাতে নগরীর এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এনসিপির কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি এখন আর শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত আদর্শে অটল নেই। ৫ আগস্টের পর দলটি তার মৌলিক নীতিমালা থেকে বিচ্যুত হয়েছে।
তিনি বলেন, এনসিপি কুমিল্লা অঞ্চলের ১১টি আসনে যোগ্য ও সৎ প্রার্থী মনোনয়ন দেবে।
প্রথম ধাপের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। “এ ঘোষণার মধ্য দিয়েই এনসিপির আনুষ্ঠানিক নির্বাচনি কার্যক্রম শুরু হবে,”— যোগ করেন তিনি।
তিনি বলেন, “আমরা এমন সংসদ দেখতে চাই, যেখানে থাকবে বাংলাদেশের স্বার্থে বিশ্বাসী মানুষ, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি, সংস্কার, গণআন্দোলনের চেতনা ও স্বাধীন নীতিতে আস্থা রাখে। এই বিপ্লবের যে মূল জনআকাঙ্ক্ষা— সেটিই হবে আমাদের সংসদ গঠনের ভিত্তি।”
সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন শিশির, নাভিদ নওরোজ শাহ, হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ এবং কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন