

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তবে ঘোষিত তালিকায় জায়গা পাননি দলের বেশ কিছু সিনিয়র ও হেভিওয়েট নেতা। তাদের মনোনয়ন না পাওয়া নিয়ে এখন দলে নানা আলোচনা ও গুঞ্জন চলছে।
দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ফলে তার অনুসারীদের ধারণা ছিল, এবারও তিনি প্রার্থী হবেন। কিন্তু শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা-১ আসনে তাকে মনোনয়ন দেয়নি বিএনপি। ওই আসনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বেন মো. শরীফুজ্জামান।
দলীয় সূত্র জানায়, ৫ আগস্ট শামসুজ্জামান দুদুর একটি মন্তব্য দলের ভেতর বিতর্ক সৃষ্টি করে। বিষয়টি নিয়ে সমালোচনার পর বিএনপির পক্ষ থেকে তাকে সতর্কও করা হয়। সেই প্রেক্ষিতেই তার মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বলে জানা গেছে।
দুদু প্রথমবার চুয়াডাঙ্গা-১ আসন থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় নির্বাচনেও তিনি একই আসনে বিজয়ী হন।
রাজনীতির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র রাজনীতিতেও ছিলেন সক্রিয়। ১৯৮৫ ও ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (জেডিএসডি) কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক, কৃষি বিষয়ক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
 
                    