বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু নয়: ডিএমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
expand
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঝটিকা মিছিলের ভিডিওগুলো বাস্তবে ততটা বড় কিছু নয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ডিএমপি ও জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কার্যক্রম কিছুটা বেড়েছে, তবে এর বড় অংশই অনলাইন নির্ভর। কেউ কেউ কয়েকজনকে নিয়ে দ্রুত ব্যানার টানিয়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। ফলে বাইরে থেকে মনে হয় বড় মিছিল, কিন্তু বাস্তবে এমন কিছু নয়।”

তিনি আরও বলেন, “১৭ বছর ধরে দেশে বড় কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। বর্তমানে পুলিশের প্রায় অর্ধেক সদস্য এই সময়ের মধ্যে নিয়োগপ্রাপ্ত—যাদের নির্বাচনে দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা নেই। তাই সারাদেশে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে নির্বাচনকালীন দায়িত্ব সঠিকভাবে পালন করা যায়।”

সাজ্জাত আলী বলেন, “আমরা চাই নির্বাচন ঘিরে একটি বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ পরিবেশ তৈরি হোক। একটি দল নিষিদ্ধ থাকায় তারা হয়তো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে, তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের শেষ নাগাদ দেশে একটি “চমৎকার নির্বাচনী পরিবেশ” তৈরি হবে।

ডিএমপি কমিশনারের মতে, “সোশ্যাল মিডিয়ার প্রভাব অস্বীকার করা যায় না, তবে এসব ভিডিওতে বিভ্রান্ত না হয়ে বাস্তব পরিস্থিতি বোঝা জরুরি। জনগণ এখন নির্বাচনমুখী, সবাই ভোট দিতে আগ্রহী।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X