

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেছেন, বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের সময়ক্ষেপণের জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের স্বাগত জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, কিছু উচ্চাভিলাষী নেতা সংসদীয় গণতন্ত্রকে দুর্বল করতে ‘প্রতিসাম্য প্রতিনিধিত্ব’ (পিআর) পদ্ধতি চালুর চেষ্টা করছেন।
সিলেট-৩ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মালেক বলেন, “আমি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে দেশে এসেছি। ইনশাআল্লাহ, আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে বিজয়ী হব, এবং বিএনপি দেশব্যাপী জয়লাভ করবে। জনগণ বিএনপিকেই ভোট দেবে।”
তার ভাষ্য অনুযায়ী, এ ষড়যন্ত্রের উদ্দেশ্য হলো শহীদ ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করা।
তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাচ্ছেন।”
তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মালেক বলেন, “তরুণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবমুখর পরিবেশ ছড়িয়ে পড়বে।”
বক্তব্যের শেষে তিনি সিলেটবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বলেন, আগামী ১ অক্টোবর তিনি সিলেট শহরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    