শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিআরে ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
expand
পিআরে ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার গঠিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তার মতে, এ ধরনের পরিস্থিতি দেশকে দীর্ঘমেয়াদে অস্থিরতার দিকে ঠেলে দেবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদের বক্তব্যে উঠে আসে, পিআর পদ্ধতি দাবি করার মূল উদ্দেশ্য আসলে বেশি আসন দখল করা এবং রাজনৈতিক বিভাজন তৈরি করা। এতে করে সংখ্যাগরিষ্ঠ দলের ক্ষমতায় আসা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, জনপ্রিয়তা কম এমন রাজনৈতিক দলগুলোর জন্যই এই ব্যবস্থা বেশি লাভজনক।

তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধানে স্পষ্টভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা উল্লেখ আছে। তাই কোন ভোটব্যবস্থা প্রযোজ্য হবে তা বোঝার জন্য সংবিধানই একমাত্র নির্ভরযোগ্য উৎস। জামায়াতসহ অন্যান্য দলকে সেটিই অনুসন্ধান করতে হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক বা অরাজনৈতিক দাবি মেনে নেওয়া যাবে না। এতে জাতি বিপদের মুখে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত, তাই আইনানুগ ধারাবাহিকতা রক্ষা করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

আলোচনায় জরিপের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, তথ্য অনুযায়ী ৫৬ শতাংশ মানুষ পিআর শব্দটির অর্থই বোঝে না। অথচ জামায়াত দাবি করছে যে ৭০ শতাংশ মানুষ এই ব্যবস্থা চায়। তার মতে, এই ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন