শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় কোনও সিট দিবো না: ডা. খালিদুজ্জামান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

‘ঢাকায় কোনও সিট দিবো না, সব সাইজ হয়ে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।

গতকাল মঙ্গলবার রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান গাড়িতে বসে কোথায়ও যাওয়ার সময় কথাগুলো বলছিলেন। তার এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

ডা. খালিদুজ্জামানকে ওই ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘ভয় পেয় না, সব সাইজ হয়ে যাবে। কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবার একটা প্ল্যান রাইখো।’

তিনি আরও বলেন, ‘এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কি করে, এটা নিয়ে ভয় পেও না, সব একেবারে সাইজ হয়ে যাবে। শিবির ছাত্র সংসদের সব ভোটে জিতবে, শাকসু নির্বাচনেও জিতবে। নির্বাচনে ঢাকায়ও জিতবে, সব জিতবে। ঢাকায় কোনও সিটই দিবো না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X