

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৫৯টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম এবং তারা কোন কোন আসন থেকে নির্বাচন করবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ নাটকীয়তার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসে। এরপর গত ১৬ জানুয়ারি দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়।
দলটি আরও জানিয়েছে, যেসব আসনে তারা প্রার্থী দেয়নি, সেসব আসনে আদর্শিক দিক বিবেচনায় উপযুক্ত প্রার্থীদের প্রতি সমর্থন জানানো হবে।
প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন

