বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরিকদের আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের সহযোগী ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার পরিসর বাড়িয়েছে বিএনপি। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শরিকদের জন্য আরও সাতটি সংসদীয় আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান।

ঘোষিত সমঝোতা অনুযায়ী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, নুরুল হক নুর পটুয়াখালী-৩, রাশেদ খান ঝিনাইদহ-৪, মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ এবং ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে নির্বাচন করবেন।

উল্লেখ্য, বিএনপি ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল। আর ২০১৮ সালে নির্বাচনে অংশ নিলেও দলটি পূর্ণাঙ্গভাবে মাঠে থাকতে পারেনি।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ সময় পর নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় হওয়ায় এবার বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি গত দেড় দশকে রাজনৈতিক নিপীড়নের শিকার অনেক নেতার মধ্যেও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত নিতে বিএনপির শীর্ষ নেতৃত্বকে সতর্ক থাকতে হচ্ছে।

সূত্র আরও জানায়, যেসব আসনে শরিক দলগুলোর সঙ্গে সমঝোতা চূড়ান্ত হবে, সেখানে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট শরিক দলগুলোও নির্ধারিত আসনের বাইরে অন্য কোনো আসনে প্রার্থী দেবে না—এই শর্তেই সমঝোতা করা হচ্ছে। এছাড়া বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়াকে দলটি তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X