বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া, দেশেই চিকিৎসা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
expand
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে নেওয়ার পরিকল্পনা এখনই নেই বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড জাহিদ হাসান।

তিনি জানান, আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা চলবে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবসহ কয়েকটি দেশের নামকরা হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি আন্তর্জাতিক মেডিকেল টিম বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসা নেওয়া–না নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার অগ্রগতির ওপর। সুস্থতার পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X