

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসায় তাহাজ্জুদের নামাজ চলাকালে হঠাৎ এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে ১২ বছর বয়সী আকরাম হোসেন নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে যায়।
সহপাঠীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়- নামাজে দাঁড়ানো অবস্থায় আকস্মিকভাবে আকরাম মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্য শিক্ষার্থীরা তাকে ধরে বসিয়ে দেওয়ার চেষ্টা করে।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম ১৬ পারা কোরআন হিফজ করেছিল এবং প্রতিদিনের মতোই সেদিনও তাহাজ্জুদের নামাজে অংশ নেয়। তাঁর অকাল মৃত্যুতে মাদরাসাজুড়ে গভীর শোক দেখা দিয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. আব্দুস সুলতান জানান, ভিডিওটি তারা দেখেছেন। পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই জানাজা শেষে সকালে আকরামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন