সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তাহাজ্জুদ নামাজ পড়ার সময় শিশু শিক্ষার্থীর মৃত্যু, সিসিটিভি ফুটেজ ভাইরাল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে আকরাম হোসেনের মৃত্যু
expand
তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে আকরাম হোসেনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসায় তাহাজ্জুদের নামাজ চলাকালে হঠাৎ এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে ১২ বছর বয়সী আকরাম হোসেন নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে যায়।

সহপাঠীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়- নামাজে দাঁড়ানো অবস্থায় আকস্মিকভাবে আকরাম মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্য শিক্ষার্থীরা তাকে ধরে বসিয়ে দেওয়ার চেষ্টা করে।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম ১৬ পারা কোরআন হিফজ করেছিল এবং প্রতিদিনের মতোই সেদিনও তাহাজ্জুদের নামাজে অংশ নেয়। তাঁর অকাল মৃত্যুতে মাদরাসাজুড়ে গভীর শোক দেখা দিয়েছে।

তদন্ত কর্মকর্তা মো. আব্দুস সুলতান জানান, ভিডিওটি তারা দেখেছেন। পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই জানাজা শেষে সকালে আকরামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন