

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে পুনর্বহাল করেছে দলটি। এখন থেকে তিনি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে পুনর্বহাল করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
পুনর্বহালের পর মাহিন সরকার তার ফেসবুক পেজে চিঠিটির ছবি পোস্ট করে লেখেন: "ইনশাআল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।"
এর আগে, গত ১৮ আগস্ট দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছিল।
সূত্রে জানা গেছে, দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাহিন সরকার স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল গঠন করেছিলেন এবং জিএস পদে প্রার্থী হয়েছিলেন। যদিও নির্বাচনের কয়েকদিন আগে তিনি প্যানেল ভেঙে সরে দাঁড়ান।
দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার মাধ্যমে মাহিন সরকারকে পুনরায় এনসিপির কেন্দ্রীয় দায়িত্বে ফিরিয়ে আনা হলো।
মন্তব্য করুন

