মঙ্গলবার
০৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাসনিম জারার পথ ধরলেন ব্যারিস্টার ফুয়াদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
expand
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।

এ উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন করেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বরিশাল-৩(বাবুগঞ্জ ও মুলাদী) উপজেলার প্রত্যন্ত ও প্রান্তিক এই আসনে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং।

জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা জরুরি হয়ে পড়েছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই চলমান। এই সংগ্রাম শত শত শহীদের রেখে যাওয়া আমানত। শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়তে ইনসাফ ও আজাদীর পথে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনতার টাকায় জনমুখী রাজনীতি প্রতিষ্ঠায় যারা আর্থিকভাবে সহযোগিতা করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান।

ফুয়াদ বলেন বলেন, তার দেওয়া ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টগুলো কত টাকা আসছে ও কোথায় কীভাবে ব্যয় হচ্ছে তার প্রতিটি হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X