

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার একটি পূর্বঘোষিত নির্বাচনী পথসভায় বাধা সৃষ্টি করা হয়েছে এবং সভার মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয় তাকে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব অভিযোগ করেন। মঞ্চ প্রস্তুত থাকলেও সভা শুরুর আগেই তা ভেঙে ফেলা হয় বলে দাবি করেন তিনি। ফলে নির্ধারিত মঞ্চ ছাড়াই গাড়ির ছাদে দাঁড়িয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, অরুয়াইল এলাকায় আজ আমার একটি নির্ধারিত সভা ছিল। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা মঞ্চটি ভেঙে দেয়। এতে বাধ্য হয়ে এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলতে হয়েছে এবং শেষ পর্যন্ত গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দিতে হয়।
যদিও এ ঘটনায় তিনি কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট প্রার্থীর নাম উল্লেখ করেননি, তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান।
সভায় তিনি অরুয়াইল চিত্রা নদীর ওপর সেতু নির্মাণ এবং এলাকার সড়ক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। রুমিন ফারহানা বলেন, এমপি থাকাকালে তিনি ওই সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলেন। নির্বাচিত হলে সড়ক, সেতু ও কালভার্টের অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি কিংবা অবৈধ বালু ব্যবসার কোনো স্থান থাকবে না। নিরীহ মানুষকে হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি বন্ধ করা হবে।
নির্বাচনে জয়ী হলে সরাইল-আশুগঞ্জ এলাকাকে আধুনিক ও পরিকল্পিতভাবে সাজানোর অঙ্গীকার করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য এবং যুব উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রুমিন ফারহানা। একই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন

