বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অ্যালকোহল ও নকল বিড়ি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
উদ্ধার করা অ্যালকোহল ও নকল বিড়ি
expand
উদ্ধার করা অ্যালকোহল ও নকল বিড়ি

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অ্যালকোহল ও অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০৪ বোতল সিনা অ্যালকোহল ও ১ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজর ৬০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,মালিকবিহীন অবস্থায় আটককৃত অ্যালকোহল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X