বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম ইন্তেকাল করছেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

পাকিস্তানের লাহোরে অবস্থিত বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়ার মহাপরিচালক মাওলানা ফজলুর রহিম আশরাফি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।

সোমবার (৫ জানুয়ারি) জোহরের নামাজের পর লাহোরে জামিয়া আশরাফিয়ার প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

মাওলানা ফজলুর রহিম আশরাফির মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম একজন প্রখ্যাত ধর্মীয় আলেম, বিশিষ্ট হাদিস বিশেষজ্ঞ এবং ইসলামী শিক্ষার প্রসারে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর শিক্ষা ও ধর্মীয় অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মাওলানা ফজলুর রহিম আশরাফি পাকিস্তানের শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামিয়া আশরাফিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ হাসান (রহ.)-এর সন্তান। পাশাপাশি তিনি কোরআন বোর্ডের চেয়ারম্যান এবং কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিস আল-আরাবিয়া পাকিস্তানের পৃষ্ঠপোষক ছিলেন।

এছাড়া তাঁর মৃত্যুতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ শোক প্রকাশ করে মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এবং জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নঈমুর রহমান মরহুমের ইন্তেকালকে ইসলামী শিক্ষাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তারা মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া পাকিস্তানের শীর্ষ আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি, মাওলানা ক্বারি মুহাম্মদ হানিফ জলন্ধরি, মাওলানা ড. সাঈদ আহমেদ ইনায়েতুল্লাহসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা ফজলুর রহিম আশরাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X