বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আরেক যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জানে আলম সিকদার (৪৮) নামে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় জানে আলম পাশের অলিমিয়াহাট বাজার থেকে ইটের রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। পরে তারা বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জানে আলমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের পেছনে থাকা একজন দুর্বৃত্ত খুব কাছ থেকে জানে আলমকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে।

এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়। জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা।

পরিবার বলছে, তার কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না। স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, জানে আলম তার একই বাড়ির বাসিন্দা। মোটরসাইকেল আরোহীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে জানে আলমের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলেও জানান ফিরোজ আহমদ। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। মোটরসাইকেলের অংশ নেওয়া তিনজনকে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, জানে আলম ৫ আগস্টের আগে বাড়িছাড়া ছিলেন। ক্ষমতা পরিবর্তনের পর তিনি বাড়িতে ফেরেন। এরপর পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার এক প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদাবাজির মামলায় জানে আলম সিকদার গ্রেপ্তার হন। দীর্ঘদিন জেল খেটে তিনি সম্প্রতি মুক্তি পান।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X