

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ২২তম বিসিএস প্রশাসন ফোরামের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা অফিসার্স ক্লাবের ট্রেজারার এবং বৈষম্যবিরোধী সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব এম এ আব্দুল খালেক, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহম্মেদ (ভূমি মন্ত্রণালয়), সাবেক সচিব মুনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগের কমিশনার জনাব মোঃ শরাফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান জনাব মোঃ ফজলুর রহমান এবং আবুল খায়ের মোহাম্মদ হাফিজুললাহ খান লিটন, যুগ্ম সচিব (স্থানীয় সরকার বিভাগ) ও সাধারণ সম্পাদক, ২২তম বিসিএস প্রশাসন ফোরাম বেগম খালেদা জিয়ার ওপর স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ পরিচালনায় তাঁর ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি জনাব মোঃ সামছুল ইসলাম মেহেদী সভায় সভাপতিত্ব করেন। দোয়া মাহফিল পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
মন্তব্য করুন

