

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর অবশেষে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে বিশাল এক মঞ্চ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে ঘুরে দেখা যায়, কুড়িল থেকে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। কেউ দলীয় ব্যানার নিয়ে জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, কেউ আবার মিছিল নিয়ে এগিয়ে আসছেন। পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সবার মুখে একটাই স্লোগান— “লিডার আসছে।”
এ ছাড়া স্লোগান, প্ল্যাকার্ড ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা রূপ নিয়েছে এক বিশাল উৎসবমুখর প্রাঙ্গণে। কর্মীদের খাবারের চাহিদা মেটাতে পথে পথে চলছে নানা রকম খাবার ও পানীয় বিক্রি। কিছু দূর পরপর দেখা যাচ্ছে স্পিকারবাহী ট্রাক, যেখানে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান।
পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য। রাত ৯টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শনে এসেছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম।
কর্মীরা বলেন, বহু বছর পর নেতা দেশে আসছেন। এটি আমাদের কাছে ঈদের দিনের মতো উৎসবের। সব কষ্ট ভুলে আমরা এখানে উদযাপন করতে এসেছি। নেতার ফেরার মধ্য দিয়ে আমাদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।
মন্তব্য করুন

