

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিটিআই বার্তাসংস্থা জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তাকে শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তদন্ত করার অনুরোধ জানানো হয়েছে।
সূত্রের বরাতে পিটিআই জানায়, হাদির হত্যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক আছে এমন অভিযোগের প্রেক্ষিতে নয়াদিল্লি বাংলাদেশকে এই বিষয়ে যথাযথ তদন্ত করার আহ্বান জানিয়েছে।
হাদিকে গুলিতে আহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভ ডাকা হয়েছিল। এরপর তার মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবও দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে।
এর আগে ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেই সময়ে ভারতকে অনুরোধ জানানো হয়েছিল, হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেলে তাদের ফেরাতে সহযোগিতা করবে।
গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এরপরও সপ্তাহ পার হওয়ার আগে তাকে আবারও তলব করা হয়েছে।
মন্তব্য করুন

