মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থীকে বহিষ্কার করলো ইসলামী আন্দোলন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
মুফতি হাবিবুর রহমান হাওলাদার
expand
মুফতি হাবিবুর রহমান হাওলাদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলের সিদ্ধান্ত অমান্য করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে পটুয়াখালী জেলা শাখার উপদেষ্টা মুফতি হাবিবুর রহমানকে।

একই সঙ্গে তার প্রার্থী হওয়ার ঘোষণা বাতিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া জানিয়েছেন, দলের শীর্ষ নেত্রীমণ্ডলী এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা কমিটির জরুরি বৈঠকের পর এটি কার্যকর করা হয়েছে।

মুফতি হাবিব পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু দল ইতিমধ্যেই এই আসনের জন্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছিল।

দলীয় অনুমোদন ছাড়া নির্বাচনে অংশ নেওয়াকে বিদ্রোহ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে, মুফতি হাবিবের পরিবর্তে পটুয়াখালী–১ (পটুয়াখালী সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনে দলের নতুন প্রার্থী হয়েছেন জেলা শাখার সদস্য মাওলানা আবুল হাসান বোখারী।

মুফতি হাবিবের আচরণকে কেন্দ্র করে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বিষয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা উভয়পক্ষের সমালোচনা ও সমর্থনের মিশ্র প্রতিক্রিয়া বহন করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X