

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে প্রার্থী আমিনুল ইসলামকে দুনিয়ায় পাঠানো আল্লাহর ফেরেশতা বলে মন্তব্য করেছেন এক বিএনপি নেতা।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভোলাহাট উপজেলার কালিতলা বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম–সম্পাদক আল হেলাল।
অনুষ্ঠানটি আয়োজন করে ভোলাহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী আমিনুল ইসলাম।
বক্তব্যে আল হেলাল বলেন, “আমিনুল ইসলাম ধানের শীষের মনোনয়ন পেয়েছেন- এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। দল যে দায়িত্ব তাকে দিয়েছে, তা আমাদের মেনে নিতে হবে। তিনি অতীতেও সংসদ সদস্য ছিলেন; কেউ যদি তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব।”
তিনি আরও দাবি করেন, “চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে আমিনুল ইসলামের মতো চরিত্রবান মানুষ আর নেই। আমাদের কাছে তিনি গর্বের বিষয়। তাকে দেখে মনে হয়, আল্লাহ তাঁকে বিশেষভাবে পাঠিয়েছেন। সবাই তাকে শ্রদ্ধা করেন।”
বিএনপি নেতা আল হেলাল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলেন, দেশের দুই নারী বহু বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু খালেদা জিয়ার সুস্থতার জন্য শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও মানুষের উদ্বেগ রয়েছে।
অন্যদিকে শেখ হাসিনা সম্পর্কে লোকজন ভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে। দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি নেতাকর্মীদের ধানের শীষের প্রার্থীর জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার আলী বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী রেশমাতুল আরস রেখাসহ অন্য নেতারা।
জেলা বিএনপির এক নেতা বলেন, “এ ধরনের মন্তব্য শোনে আমি বিস্মিত। মনোনীত প্রার্থীর সামনেই এত বাড়াবাড়ি ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। নেতাকর্মীদের আরও সতর্ক হওয়া দরকার।”
মন্তব্য করুন
