

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়তা করে।
তিনি আরও জানিয়েছেন, এখন থেকে ভোট কোনোদিন রাতের ঘন্টায় হবে না এবং মৃত ব্যক্তির ভোট গ্রহণের মতো অনৈতিক প্রক্রিয়া থাকবে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল রায়ের প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
তিনি জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নাম প্রকাশিত হবে। এছাড়া জানা যাবে, পূর্ববর্তী নিয়ম অনুযায়ী গঠন হবে নাকি জুলাই সনদ অনুসারে।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপানোর প্রয়োজনীয়তার বিষয়েও জোর দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। তবে এর সুনির্দিষ্ট গঠন ঠিক করবে পরবর্তী সংসদ।
এর আগে, দেশের সর্বোচ্চ আদালত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল রায়কে অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণার মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাতজনের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়েছে, সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন
