বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাদিক কায়েমের পর রাফিয়ার পাশে ঢাবি শিক্ষিকা মোনামি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ও উম্মে উসওয়াতুন রাফিয়া
expand
শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ও উম্মে উসওয়াতুন রাফিয়া

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া।

ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এবার রাফিয়ার প্রতি সমর্থন জানিয়ে মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

এর আগে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমও রাফিয়ার পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মোনামি লিখেন, রাফিয়াকে যেভাবে টার্গেট করা হচ্ছে, তার বড় কারণ হলো—সে তার বিশ্বাস ও ধর্মীয় পরিচয় প্রকাশে দ্বিধাহীন।

তার মন্তব্যে আরও উঠে আসে, একই ধরনের প্রতিবাদ যদি কোনো নন-হিজাবি তরুণীর কাছ থেকে দেখা যেত, তাহলে অনেকে সেটিকে ‘সাহসী অবস্থান’ হিসেবেই প্রশংসা করতেন।

ঢাবির এই নারী শিক্ষক বলেন, ঘটনাস্থলে পুলিশের আচরণ ছিল মর্যাদাহানিকর ও অগ্রহণযোগ্য।

তার মতে, রাফিয়ার পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়াকে নারীর ক্ষমতায়নের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে না শুধুমাত্র এ কারণে যে, তার আত্মপ্রকাশ দেশের প্রচলিত ‘সংকীর্ণ ও পছন্দনির্ভর ফেমিনিজম’-এর ছকে পড়ে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন