

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) জানিয়েছে যে, দেশের সব মোবাইল ফোন বিক্রয়কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংগঠনটি এই অবস্থান তুলে ধরে।
সংগঠনের বক্তারা অভিযোগ করেন, সুমাশটেকের প্রধান নির্বাহী ও এমবিসিবি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ হঠাৎ করে নিয়ে গেছে।
তারা দাবি করেন—পিয়াসকে দ্রুত মুক্তি না দিলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এমনকি দেশ অচল করে দেওয়ার মতো আন্দোলনের কথাও তুলে ধরেন তারা।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে ডিবি সদস্যরা পিয়াসকে নিয়ে যায়।
তাঁর স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, ভোররাতের সেই অভিযানে পিয়াসের মোবাইল ফোনটিও নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ঘটনার প্রতিবাদ ও দ্রুত মুক্তির দাবিতে সংগঠনটি দেশজুড়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।
মন্তব্য করুন
