

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পূর্ববর্তী রায়কে অবৈধ ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। বেঞ্চে তাঁর সঙ্গে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
রায় ঘোষণার মুহূর্তে আদালতকক্ষ ছিল আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পূর্ণ, এবং পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ।
এই সিদ্ধান্তের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ফিরে এলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে আবারও তত্ত্বাবধায়ক সরকারই দায়িত্ব পালন করবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে।
মন্তব্য করুন
