সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
expand
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার ঠিক সামনে দুইটি দুর্ধর্ষ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিজওয়ানা হাসান নিজেই গণমাধ্যমকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ প্রচণ্ড শব্দে দুই দফা বিস্ফোরণ হয় এবং সাথে সাথেই কয়েকজন দ্রুত সরে যায়।

এ দিন সন্ধ্যায় একই ধরনের আরেকটি বিস্ফোরণ ঘটে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায়, যেখানে দুটি ককটেল বিস্ফোরিত হলেও কেউ আহত হয়নি।

উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি আলোচিত মামলার রায় আগামী সোমবার ঘোষণা হওয়ার কথা। রায়কে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম দেখা যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি শুরুর পর থেকেই এসব ঘটনা বাড়তে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন