মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন: পুলিশ হেডকোয়ার্টার্স

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
পুলিশ হেডকোয়ার্টার্স-ফাইল ছবি
expand
পুলিশ হেডকোয়ার্টার্স-ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

এ পর্যন্ত ৪৮,১৩৪ জন বাংলাদেশ পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণের আওতায় ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়েছিল।

পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরীক্ষণ করা হবে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো প্রত্যেক পুলিশ সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলা।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড় তদারকির মাধ্যমে পরিচালনার জন্য সকল ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রশিক্ষণ কার্যক্রম যথাযথভাবে মনিটর করা হচ্ছে।

আইজিপি মাঠ পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য গত রবিবার (২ নভেম্বর) রাজশাহী ও বগুড়ায় সফর করেন। তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।

চলমান নির্বাচনী প্রশিক্ষণ মধ্য জানুয়ারি পর্যন্ত চলবে। এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন