শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার: শিক্ষা মন্ত্রণালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
expand
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ধাপে ধাপে ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে এক বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এই সিদ্ধান্তের ঘোষণা দেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগও প্রস্তাবে সম্মতি জানিয়েছে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আজকের দিনটি শিক্ষা খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আগামী ১ নভেম্বর থেকে বাড়িভাতা ৭.৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধি পাবে। পরবর্তী ধাপে ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়ানো হবে, যা মোট ১৫ শতাংশে উন্নীত হবে।”

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবরার বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে অংশ নিতে পেরে আমি একজন শিক্ষক হিসেবে গর্বিত। শিক্ষকরা জাতির আলোকবর্তিকা—তাদের জীবনমান উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি আরও জানান, এই সিদ্ধান্তের পেছনে ছিল দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও বিভিন্ন পর্যায়ের সমন্বয়। শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের দাবি-দাওয়া শুনেছে এবং বাস্তবসম্মত সমাধানের পথে এগিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়; এটি শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলন, সরকারের দায়িত্বশীল প্রতিক্রিয়া এবং পারস্পরিক সংলাপের ফল। মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত জয় হয়েছে সংলাপ, সহযোগিতা ও বোঝাপড়ার।”

শিক্ষা মন্ত্রণালয় মনে করে, এখন সময় শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরার। আমাদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের কাছে ফেরা-জ্ঞান, শ্রদ্ধা ও মানবিকতার মাধ্যমে আগামী প্রজন্ম গড়ে তোলা, বিজ্ঞপ্তিতে বলা হয়।

শেষাংশে আরও বলা হয়, এই সমঝোতা হোক নতুন সূচনা। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও মানসম্মত শিক্ষার প্রসারে সবাই মিলে আমরা বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন