শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল ও গুলি উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল
expand
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজের চর কাছিয়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আজিজ বাড়িতে ছিলেন না।

অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহিম বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেছেন। এতে আমিনুল আজিজকে প্রধান আসামি করা হয়েছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে, আর অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর তীরে অবস্থিত দক্ষিণ চরবংশী এলাকা দীর্ঘদিন ধরে ভূমি দখল ও বালু উত্তোলন নিয়ে উত্তেজনাপূর্ণ। আজিজের বিরুদ্ধেও সেখানে বহু একর জমি দখলের অভিযোগ আছে।

এ বিষয়ে জানতে চাইলে আমিনুল আজিজ বলেন, “একটি চক্র আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র করছে। তারা ইচ্ছাকৃতভাবে আমার ঘরে অস্ত্র রেখে দিয়েছে।” এরপর তিনি ফোন সংযোগ কেটে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন