

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। এই চুক্তি নবায়নকে সামনে রেখে দুই দেশই প্রস্তুতি নিচ্ছে।
এর অংশ হিসেবে আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, বৈঠকে যোগ দিতে ঢাকা থেকে কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল দিল্লি সফরে যাবে। বৈঠকের মূল আলোচ্য বিষয় থাকবে গঙ্গা চুক্তি বাস্তবায়ন ও নবায়ন।
গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একমাত্র আনুষ্ঠানিক চুক্তিটি হয়েছিল ১৯৯৬ সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ. ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। চুক্তিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ৩০ বছর।
এ ছাড়া ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর জন্য এখনো কোনো চুক্তি হয়নি। বিশেষ করে তিস্তার পানি বণ্টন ইস্যু পশ্চিমবঙ্গের আপত্তির কারণে অনিষ্পন্ন রয়ে গেছে।
গত মার্চে দিল্লি ও কলকাতায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের বৈঠকে গঙ্গার পানি প্রবাহ ও বণ্টন নিয়ে আলোচনা হলেও কিছু বিষয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। ফলে বৈঠকের মিনিটস স্বাক্ষর হয়নি।
যদিও কর্মকর্তারা বলছেন, এমন ঘটনা আগে ঘটেছে এবং পরে কূটনৈতিক চ্যানেলে সমাধান হয়।
বাংলাদেশ পক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী, পানি বণ্টনের প্রক্রিয়া মূলত গাইডলাইন অনুযায়ী হচ্ছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে গঙ্গায় প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতকে পদক্ষেপ নিতে অনুরোধ করেছে।
ঢাকা-দিল্লি সম্পর্ক নানা ওঠানামার মধ্য দিয়ে গেলেও পানি ইস্যুতে দুই দেশই নিয়মিত আলোচনায় বসছে। প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত দুই দেশের কারিগরি দল গঙ্গার পানির পরিমাণ মাপে এবং চুক্তি অনুযায়ী বণ্টন হচ্ছে কি না তা তদারকি করে।
আসন্ন দিল্লি বৈঠকে চুক্তির নবায়ন ছাড়াও বাস্তবায়নের অগ্রগতি ও সম্ভাব্য করণীয় বিষয়ে আলোচনা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    