শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের পর এবার ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে এবারের টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

এদিকে ভারতে ক্রিকেটের এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরুর আগে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস।

পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম জিএনএন আগেই এক প্রতিবেদনে দাবি করেছে, ভারতে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড। এমনকি পুরো টুর্নামেন্টটি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের কথাও বলেছে তারা।

ইংল্যান্ডের এমন আপত্তির রেশ কাটতে না কাটতেই এবার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়াও। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসকাণ্ডের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার।

শুক্রবার (৩০ জানুয়ারি) মার্ক বাটলার জানান, গত ডিসেম্বর ভারতে শুরু হওয়া নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার আরও বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এরপরও অস্ট্রেলিয়া বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এটি অত্যন্ত গুরুতর একটি ভাইরাস, তাই আমরা একে হালকাভাবে দেখছি না।’

অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারত ফেরত যাত্রীদের নিয়ে এখনই এয়ারপোর্টে কড়াকড়ি আরোপের কিছু নেই। যদিও এশিয়ার বিভিন্ন দেশে বিমানবন্দরে স্ক্রিনিং শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের প্রোটকল পরিবর্তন করার পরামর্শ আপাতত নেই। ইতোমধ্যে এ সম্পর্কিত প্রোটকল রয়েছে। তবে আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X